1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় আইনজীবী সমিতির নির্বাচন; ১০ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭০ জন। ১১টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও সভাপতি ছাড়া অন্য সব পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০ জন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এসএম মোজাফফর হাসান জানান, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়। ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ২৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সব প্রক্রিয়া শেষে দেখা যায়, সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় শুধুমাত্র এ পদেই ভোটগ্রহণ হবে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. জিএম আব্দুস সাত্তার এবং অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: অ্যাড. মো. আব্দুল মালেক ও মো. বেলাল উদ্দীন
সাধারণ সম্পাদক: অ্যাড. জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক: অ্যাড. মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক: কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. আমিনুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক: রাশনা শারমিন
সদস্য: মো. আব্দুল মজিদ গাজী, অনাদি কৃষ্ণ মন্ডল ও মো. সাইফুদ্দীন।

সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম জানান, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ না নেওয়ায় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি পদে জোটের প্রার্থীর বিপরীতে অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল লড়বেন। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট