
চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান ও উপজেলা চত্বরে প্রতিবাদ সভা করেন।
চিতলমারী খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান বাবুল উকিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল, মোঃ এবাদ আলী মুন্সি, মোঃ ফারুক হোসেন ও টুলু শিকদার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘এই ব্যবসায়ের উপর আমাদের অসংখ্য পরিবার নির্ভরশীল। আমরা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। হঠাৎ করে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। আমরা অনিশ্চয়তার মুখে পড়েছি।’
Leave a Reply