1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হংকংয়ের আবাসিক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ বাবা জীবিত থাকার প্রমাণ চাইলেন ইমরান খানের ছোট ছেলে কাসিম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি শূন্য হাতে দেশে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে জিয়া মঞ্চের দোয়া মাহফিল মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ কারিগর আটক মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে পাচার করা কয়লাসহ ১২ চোরাকারবারী আটক

চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারণ ব্যবসায়ী-ভোটাররা স্বতস্ফুর্ত ভাবে ভোট প্রদান করেন। মোট ৭০৭ জন ভোটারের মধ্যে ৬৯০ জন ভোটার ভোট প্রদান করেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এ নির্বাচন পরিচালনা করেন। ভোট গনণা শেষে সন্ধ্যা ৭ টায় বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকের মোঃ শোয়েব হোসেন গাজী ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের মোঃ শহর আলী গাজী পেয়েছেন ২০০ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকের শেখ আসাদুজ্জামান আসাদ ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাছ প্রতীকের জয়নুল পারভেজ সুমন পেয়েছেন ২৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকের মোঃ রাসেল শেখ ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদ্দাম শেখ পেয়েছেন ১৭৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মই প্রতীকের মোঃ রাজু তালুকদার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আম প্রতীকের মোঃ লিটন শেখ পেয়েছেন ২১৬ ভোট। দপ্তর সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকের সৈয়দ সিব্বির হাসান ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলম প্রতীকের অনুপম সাহা পেয়েছেন ২৩৬ ভোট।
সর্বশেষ ২০০৮ সালে ডিসেম্বরে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে শেখ হাফিজুর রহমান সভাপতি পদে এবং মোঃ শহর আলী গাজী সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেন। কিছুদিন পর ছাত্রলীগের তৎকালীন সভাপতি শহীদুল ইসলাম লিটন মুন্সি আহবায়ক হন। তাঁর দীর্ঘদিনের ক্ষমতায়নের ফলে আর কোন নির্বাচন হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট