
সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা আজকের এই বিদায় অনুষ্ঠানের শেষ প্রহরে এক হৃদয়স্পর্শী দৃশ্য
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট, দিনাজপুর যিনি সবসময় দৃঢ়, পরিমিত ও শান্ত স্বভাবের জন্য পরিচিত, তিনি নিজেই আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হয়ে পড়লেন।
তাঁর চোখের জল শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়—এটি ছিল মানুষের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্বের প্রতি তাঁর আন্তরিকতা এবং এই উপজেলার প্রতি গভীর মমত্ববোধের বাস্তব চিত্র।
যে মানুষটি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, সেবা দিয়েছেন হাসিমুখে,মানুষকে পেয়েছেন নিজের পরিবারের সদস্যের মতো করে—
তিনি যখন বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন, তখন পুরো ঘোড়াঘাট বাসী নীরব হয়ে গেল।
সেই অশ্রু দেখে উপস্থিত জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজ, হতদরিদ্র অসহায় মানুষ, গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের চোখেই পানি নেমে এলো।
মনে হলো—বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বিদায় এক গভীর সম্পর্কের প্রতিচ্ছবি।
তিনি বলেছিলেন—“এই উপজেলাকে আমি শুধু দায়িত্বের জায়গা থেকে নয়, হৃদয়ের জায়গা থেকেও রেখেছিলাম। আপনাদের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব।”
এই কয়েকটি বাক্য, তাঁর কাঁপা কণ্ঠ আর চোখের জল— এই উপজেলাকে আরও একবার স্মরণ করিয়ে দিলো যে ভালো মানুষ, ভালো কর্মকর্তা—প্রশাসনে থাকলেও হৃদয়ে থাকেন মানুষের পাশে।
আমরা আজ তাঁর এই আন্তরিকতার প্রতি শ্রদ্ধা জানাই।
তাঁর অশ্রু আমাদের প্রতি তাঁর ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। এবং আমরা বিশ্বাস করি— নতুন কর্মস্থলেও তিনি মানুষের হৃদয় জয় করবেন ঠিক এভাবেই।
Leave a Reply