1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অপসারণ কার্যক্রম পরিচালনাকালে নগরীর ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রয়ের অপরাধে মো: কালাম-কে ৫ হাজার, নোংরা পরিবেশে খাবার বিক্রয়ের অপরাধে মডার্ণ হোটেলের স্বত্ত্বাধিকারী জয়দেব-কে ৫ হাজার, কেডি ঘোষ রোড ও ফুটপথের ওপর ইট ও বালু রাখার অপরাধে মো: আনোয়ারুজ্জামান-কে ৫ হাজার এবং ফুটপথের উপর মেশিনারিজ সামগ্রী রাখার অপরাধে যশোর রোডের খুলনা বিল্ডার্স এন্ড মেশিনারিজের স্বত্ত্বাধিকারী মো: মাশুক-কে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে ক্লে-রোড, কেডি ঘোষ রোড ও ডাকবাংলো এলাকার সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট