
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর প্রেস ক্লাব হল রুমে এক দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর।
দিনাজপুর প্রেস ক্লাব হল রুম, কলিতলা, দিনাজপুরে বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর সভাপতি সাদাকাত আলি খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. কামরুজ্জামান।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বক্তব্য রাখেন: সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহরের সেক্রেটারি,মো. কামরুল হাসান রাসেল। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মুকশেদ আলী মঙ্গলিয়া। সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দিনাজপুর চেম্বার অফ কমার্স আক্তারুজ্জামান জুয়েল। পরিচালক, দিনাজপুর চেম্বার অফ কমার্স মঞ্জুর মোরশেদ সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন আরটিভির জেলা প্রতিনিধি একরামুল তালুকদার সি এন আই এর জেলা প্রতিনিধি মো. সালাউদ্দিন। সাংবাদিক মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মোহাম্মদ আলী মো. মিজানুর রহমান মিজানসহ দিনাজপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি সাদাকাত আলি খান।
Leave a Reply