
নিজস্ব প্রতিবেদক:: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য এই দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন: আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য এবং সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply