
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছায় ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি পালন করেছেন। বুধবার(৩ ডিসেম্বর) দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি পাইকগাছা মাছ বাজার, কাপড়ের পট্টি, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকা ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমি আপনাদের সামনে নেতা হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে দাঁড়িয়েছি। আপনারা আমাকে সুযোগ দিলে খুলনা-৬ আসনকে একটি উন্নয়নমুখী মডেল অঞ্চলে পরিণত করব। পিছিয়ে পড়া উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত ও উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে থাকবে-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা,কৃষি, মৎস্য ও উপকূলীয় অর্থনীতির উন্নয়নে বিশেষ পরিকল্পনা, সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, যুবকদের কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল–মত নির্বিশেষে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট প্রার্থনার মধ্যে দিয়ে এ অঞ্চলের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
দিনব্যাপী কর্মসূচিতে প্রার্থী সাধারণ ক্রেতা–বিক্রেতা ও পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হয়।
Leave a Reply