1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঢোল পিটিয়ে জমি উদ্ধার করে দিলো আদালত, একদিন পর তালা ভেঙ্গে দখলে নিল প্রভাবশালীরা লাক্স সুন্দরী তানজিয়া হলেন নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ‘অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচনের বাইরে যাব না’, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নয়া দিল্লিতে পুতিন, বিমানবন্দরে মোদির উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের আইনি নোটিশ বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন কাতার সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাতেই লন্ডন যাত্রা খালেদা জিয়ার নির্বাচনী চ্যালেঞ্জ নিতে নতুন এসপিদের প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কিছু বৃত্তিমূলক কার্যক্রম হাতে নিয়েছে যার মধ্যে আছে দেশব্যাপী বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়ের জন্য পাইলটিং প্রকল্প বাস্তবায়ন করা। আমাদের উপকরণ বা সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে হাতে-কলমে শিক্ষা দিয়ে বৃত্তিমূলক কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত টেকসই জীবন নিশ্চিত করাই উদ্দেশ্য। প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা, সীমাহীন সাহস এবং প্রাণশক্তি। দেশের জনসাধারণকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সেই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট