
নিজস্ব প্রতিবেদক:: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১৩ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উদ্যোগে ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় প্লাটিনাম গেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া এখন সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করছি-তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।
১৩ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মেহেদী হাসান এর সভাপতিত্বে ১৩ নং ওয়ার্ড মহিলা দলের সদস্য শিউলি হাসান আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শাহিনুল ইসলাম পাখি।
মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবুল কালাম জিয়া, শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটিরআহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ,
আরো উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর শেখ, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আশরাফ, ১১ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সরদার ইউনুস, ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আব্দুল হালিম, মহানগর যুব দলের সাবেক সদস্য নাজমুল হোসেন বাবু, ১৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রাজু হোসেন, ১৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ মনির হোসেন, ১১ নং ওয়ার্ডের বিএনপি’র সদস্য মোঃ আরিফ-সহ আরো অনেকে।
Leave a Reply