1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ গর্বিত নারী খুলনা সিটি কর্পোরেশনের পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত সুন্দরবন থেকে ৭২ কেজি হরিণের মাংসসহ ৪ চোরা শিকারী আটক বাগেরহাটে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ সার ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ, সভা না করে সুপারিশ সুন্দরবনের দস্যু দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স মোহাম্মদপুরে মা-মেয়ে খুন,বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে পালাল গৃহকর্মী বটিয়াঘাটায় ৩০ পিচ ইয়াবা সহ শারাফাত আটক টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৭ নারী ও শিশু উদ্ধার

সার ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ, সভা না করে সুপারিশ

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও দুইজন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগের সুপারিশে নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। তাঁরা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ উপেক্ষা করে চিতলমারী সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সার ডিলার নিয়োগের জন্য ‘মের্সাস হাজরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে সুপারিশ করেছেন। এ জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা করার কথা থাকলেও কোন সভা করা হয়নি। এসব অনিয়মের কথা তুলে ধরে ন্যায় বিচার পেতে চিতলমারী বাজারের বিএডিসি সার ডিলার ‘মের্সাস শেখ ব্রাদার্সে’র মালিক মোঃ ফেরদাউস শেখ জেলা সার ও বীজ মনিটিরিং কমিটির সদস্য সচিব এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন।
মের্সাস শেখ ব্রাদার্সের মালিক মোঃ ফেরদাউস শেখ বলেন, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ অনুযায়ী যার নিজস্ব গুদাম আছে, যার গুদাম আয়তনে বড়, যার ব্যবসার পরিধি বেশি এবং যার ব্যবসার পূর্বের অভিজ্ঞতা আছে তিনি এই সার ডিলার নিয়োগে অগ্রাধিকার পাবেন। কিন্তু চিতলমারী সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ডিলার নিয়োগের সুপারিশ নীতিমালাকে উপক্ষো করে করা হয়েছে। সব কিছুতে আমি এগিয়ে থাকলেও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা করার কথা থাকলেও কোন সভা না করে চিতলমারী বাজারের জীবন হাজরার মের্সাস হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে। বিগত সরকারের আমলে জীবন হাজরার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সার কেলেঙ্কারীর বহু অভিযোগ রয়েছে। একজন বিতর্কিত সার কালোবাজারী ব্যবসায়ীকে পুনরায় সুপারিশ করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এসব কর্মকান্ডে অনৈতিক সুবিধা নিয়ে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুকেশ গোলদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলোক মজুমদার ও শংকর মজুমদার জড়িত রয়েছেন। এ ঘটনার প্রতিকার পেতে আমি গত ১ ডিসেম্বর জেলা সার ও বীজ মনিটিরিং কমিটির সদস্য সচিব এবং বাগেরহাট কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছি।’
মের্সাস হাজরা ট্রের্ডাসের মালিক জীবন হাজরা বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমি কোন সার কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলাম না। ন্যায় সংগতভাবে সারের ব্যবসা করে আসছি।’
এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বলেন, ‘উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা না করেই মের্সাস হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে। যা ওই কমিটির অধিকাংশ সদস্য জানেন না।’
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর মজুমদার বলেন, ‘অফিসের লিখিত নির্দেশে আমরা তদন্তে গিয়েছিলাম। তদন্তে শেখ ব্রাদার্সের গোডাউন ২৫ হাজার ফুট এবং হাজরা ট্রেডার্সের গোডাউন ১৫ হাজার ফুট পাওয়া গেছে। আমরা সেই মোতাবেক প্রতিবেদন দাখল করেছি।’
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ জানান, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ডাকলে কোরাম পূরণ হয় না। তাই মাসিক আইন শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপনের ভিত্তিতে মের্সাস হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি বাগেরহাট থেকে তদন্ত টীম এসে তদন্ত করেছে। বিষয়টি নিয়ে আমরা পুনরায় বসবো।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট