
মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের কযরা নদীর ময়দাপেশা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭২ কেজি হরিণের মাংস,২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড। এঘটনায় ৪ চোরা শিকারীকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ডিসেম্বর সোমবার মধ্যরাত ২টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply