
নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা সোমবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: মোখতার আহমেদ। কেসিসি’র কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
সভায় চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা খাতে ‘বিশেষ বরাদ্দ’ উপখাতে ৯২টি স্কীমে ২ কোটি ৭৬ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি অথবা প্রতিষ্ঠান প্রধানকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠনের মাধ্যমে বাস্তবায়ন এবং মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন-৯৪১৭/১৮ ও মহামান্য সুপ্রীম কোর্টের লীভ টু আপীল ৩৫৯৬/২৩ এর আদেশ মোতাবেক কেসিসি’র ১’শ ২জন মাস্টাররোল কর্মচারীর চাকরি আত্মীকরণ/স্থায়ীকরণের সিদ্ধান্ত গ্রহণসহ এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, জেলা প্রশাসন, বিটিসিএল, গণপূর্ত, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিভাগীয় স্বাস্থ্য, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বন বিভাগ, বিআইডব্লিউটিএ, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৪টায় কেসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রশাসক মো: মোখতার আহমেদ-এর সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাক-প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক হ্রাসকরণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে এ সভার আয়োজন করা হয়। সভায় কমিটি কর্তৃক মহানগরীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের ওপর গুরুত্বারোপ করে পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply