1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলায় শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। Switzerland ও New Zealand-এর অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ১১০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে কম্বল প্রদান করা হবে।

এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় পাইকগাছা অফিসার্স ক্লাবে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী শিশুদের হাতে কম্বল তুলে দেন। তিনি বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা এরিয়া ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির শিশু সুরক্ষা কর্মকর্তা দিপল বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সংস্থাটির অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের সহায়তামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগী শিশু ও তাদের অভিভাবকরা এই মানবিক সহায়তার জন্য ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট