1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :

মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। দিনটি উপলক্ষে বন্দর কর্তৃপক্ষের মোংলাস্থ স্মৃতিসৌধে মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান পুষ্পস্তবক অর্পণ করেন এবং পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএ-র এডহক কমিটি পুষ্পস্তবক অর্পণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সদস্য (হারবার ও মেরিন) সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন, অ: দা:) মোঃ কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সকল বিভাগীয় প্রধান, বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিবিএ-র এডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান মোংলা বন্দর হতে অবসরপ্রাপ্ত ৩১ জন বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর পূর্বে বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরের জেটির প্রধান ফটক ও খুলনাস্থ প্রধান ফটক আলোকসজ্জাকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। মবক’র জলযানসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সুশোভিতকরণসহ সদর দপ্তর হতে শুরু করে জেটির প্রধান ফটক পর্যন্ত রাস্তার দুধার রঙিন পতাকা দ্বারা সুশোভিত করা হয়। রাত ১২ টা ০১ মিনিটে মোংলা বন্দরে অবস্থানরত সকল জাহাজে এক মিনিটকাল বিরতিহীনভাবে হুইসেল বাজানো এবং সূর্যোদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা এবং পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খুলনায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে (স্থায়ী বন্দর মোংলা ও খুলনা) প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ভর্তিরোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের রূহের মাগফিরাত কামনাসহ, দেশ ও জাতি এবং বন্দরের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট