
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ।
বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে আয়োজিত এক সভায় উৎসবকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়।
সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ পুলিশের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেন যে, সবার সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই এবার উৎসব উদযাপিত হবে।
আইজিপি বাহারুল আলম জানান, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং নিজস্ব সক্ষমতা দিয়েই একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যেন বিভ্রান্তিমূলক পোস্ট বা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য সাইবার মনিটরিং কয়েকগুণ বাড়ানো হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া সারা দেশের গির্জাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি কক্সবাজার ও কুয়াকাটার মতো পর্যটন এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে। থার্টিফার্স্ট নাইটে উচ্চশব্দে হর্ন বাজানো কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধে ট্রাফিক পুলিশ সক্রিয় থাকবে এবং যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকদের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সভায় র্যাব মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply