
মনির হোসেন:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ রাতভর অভিযানে ভোলা এবং হাতিয়ায় ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর রাত ১০টা হতে ১৯ ডিসেম্বর শুক্রবার মধ্যরাত ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে আব্দুর রহমান রুবেল (৩৫), মোঃ আলী হোসেন পাটোয়ারী (৪৫), মোঃ আব্দুল কুদ্দুস মাতব্বর (৪৭) এবং আব্দুল কুদ্দুস চুন্নু (৭৬) কে আটক করা হয়।
অপরদিকে, ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার রাত ১টা হতে মধ্যরাত ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন আঠারো বেকি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পলাশ আচার্য্য (৩৫) কে আটক করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
পরবর্তীতে ভেদুরিয়া হতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় এবং হাতিয়া হতে আটককৃত ব্যক্তিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply