1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা ভোলা ও হাতিয়ায় কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে আটক ২ সন্দ্বীপে কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ যুবলীগের দুই নেতাকর্মী আটক বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন কারাদণ্ডের পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি ঢাকা সেনানিবাসে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

ঢাকা সেনানিবাসে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের জানাজা ও রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল সোয়া ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের কফিনে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে পৃথকভাবে শহীদদের প্রতি সামরিক সম্মান প্রদর্শন করা হয়। এ সময় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধানুষ্ঠান শেষে শহীদদের মরদেহগুলো সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের দাফন সম্পন্ন করা হবে।

জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে শহীদ এই ছয় সেনাসদস্যের কর্মময় জীবন ও আত্মত্যাগের বিবরণ পড়ে শোনানো হয়। এরপর তাঁদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিশ্বশান্তি রক্ষায় প্রাণ উৎসর্গকারী এই ছয় বীর সন্তান হলেন- করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNISFA)-এর আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী হঠাৎ ড্রোন হামলা চালায়। এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৯ জন আহত হন। গতকাল শনিবার তাঁদের মরদেহ দেশে এসে পৌঁছায়। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁদের এই সর্বোচ্চ ত্যাগ ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট