1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা ভোলা ও হাতিয়ায় কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে আটক ২ সন্দ্বীপে কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ যুবলীগের দুই নেতাকর্মী আটক বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন কারাদণ্ডের পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি ঢাকা সেনানিবাসে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে একদল উগ্রপন্থী এই অপ্রীতিকর ঘটনা ঘটায়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের ফটকে অবস্থান নেয়। তারা গেটের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকে। হামলাকারীরা বাংলা ও হিন্দি মিশিয়ে উসকানিমূলক স্লোগান দেয় এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে হাইকমিশনারকে লক্ষ্য করে আক্রমণাত্মক কথা বলে।

হাইকমিশনারকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে প্রেস মিনিস্টার জানান, আন্দোলনকারীরা অত্যন্ত উগ্র ভাষায় কথা বলছিল। তারা হিন্দি ও বাংলায় চিৎকার করে বলছিল, সেখানে (বাংলাদেশে) হিন্দু মারলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। তাদের কথাবার্তায় হাইকমিশনারের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি ফুটে ওঠে। কিছুক্ষণ চিৎকার-চেঁচামেচি করার পর তারা স্থান ত্যাগ করে।

এই ঘটনার পরপরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীরা ভবনের সামনে চিৎকার করে চলে গেছে, তবে কোনো ধরনের শারীরিক আক্রমণ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের মধ্যে এই হুমকি কূটনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট