
ডেস্ক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রোববার দুপুর ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে এই ফরম সংগ্রহ করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তাঁর সঙ্গে জেলা বিএনপি এবং গাবতলী ও শাজাহানপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আজ তাঁর পক্ষ থেকে প্রাথমিক প্রক্রিয়া হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। যথাযথ সময়ে এটি নির্ধারিত স্থানে জমা দেওয়া হবে এবং বিস্তারিত দেশবাসীকে জানানো হবে।
বগুড়া-৭ আসনটি ঐতিহ্যগতভাবেই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়া অতীতেও এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের এই ঘটনা স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply