
বেনাপোল প্রতিনিধি:: খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তারা যাতে কোনোভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করেছে যশোর ৪৯ বিজিবি।
সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি সদস্যরা। তল্লাশি কাজে ডগস্কোয়াডকেও কাজে লাগানো হয়েছে।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আবাসিক এলাকার সামনে আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সন্ত্রাসীরা গুলি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও দলটির শ্রমিক ইউনিটের খুলনা বিভাগীয় প্রধান মোতালেব সিকদারকে। তার অবস্থা গুরুতর।
যশোর ৪৯ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেছেন, ওই গুলিবর্ষণের ঘটনার পরপরই যশোর সীমান্তে বিজিবি ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে।তিনি বলেন, সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই বেনাপোলসহ যশোরের বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির প্রতিটি সদস্য। সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এছাড়াও সীমান্তে যে সব স্থানে কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে ।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও বলেন, এভাবে সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে সন্ত্রাসীদের ভারতে যাওয়া আসার সুযোগ বন্ধ করা হবে।
প্রসঙ্গত, এর আগে ইনকিলাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলিবর্ষণের পর পরই যশোর সীমান্তে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল যশোর ৪৯ বিজিবি।
সে সময় সীমান্তে যাওয়া-আসার প্রতিটি পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছিল। সন্দেহভাজনদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পাশাপাশি ছিল গোয়েন্দা নজরদারিও। সে সময় ও সীমান্তের তারকাঁটাবিহীন অঞ্চলগুলোকেও সিলগালা করে সুরক্ষিত করেছিল যশোর ৪৯ বিজিবি।
Leave a Reply