
চিতলমারী প্রতিনিধি:: আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চিতলমারী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন বিশ্বাস ইউনুসের নেতৃত্বে মিছিলে উপজেলা ছাত্রদল, শেরেবাংলা ডিগ্রী কলেজ ছাত্রদল, কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় ছাত্রদল, সরকারি মহিলা কলেজ ছাত্রদল, শৈলদাহ-বাকপুর কারামাতিয়া কামিল মাদ্রাসা ছাত্রদল ও ৭টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন ফকির, চিতলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম, আবুল হাসান, আকবার গাজী, সদস্য ইমাম হাসান, ইসমাইল শেখ, সোহাগ কাজী, সাব্বির কাজী, মেহেদী শেখ, আবু হানিফা, তাফসির গাজী, ইসমাইল গাজী, আজিজুল ইসলাম রানা, শামিম শেখ, জিয়াউল শেখ, সাজিদ হাওলাদার, তাজিমা খাতুন, কাজী তামান্না ও লিমন গাজী প্রমূখ।
Leave a Reply