1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান মস্কোয় গাড়ি বোমা হামলায় রাশিয়ার জেনারেল নিহত তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মতপ্রকাশ-প্রধান উপদেষ্টা ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পেলেন গানম্যান রক্তপাত এড়াতেই প্রথম আলো-ডেইলি স্টার হামলায় কঠোর হয়নি পুলিশ-ডিএমপি তারেক রহমানের আগমন উপলক্ষে চিতলমারী ছাত্রদলের আনন্দ মিছিল বাগেরহাটের তিন আসনে মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মস্কোয় গাড়ি বোমা হামলায় রাশিয়ার জেনারেল নিহত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার রাজধানী মস্কোয় এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সাভারোভ নিহত হয়েছেন।

সোমবার সকালে তাঁর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার সকালে তিনি গাড়িতে ওঠার পর পার্কিং এরিয়াতেই বিস্ফোরণটি ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে তাঁর সাদা রঙের গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং গাড়ির দরজা উড়ে গেছে।

লেফটেন্যান্ট জেনারেল সারভারোভ একজন ঝানু সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯০-এর দশকের শেষভাগে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০-এর শুরুর দিকে চেচেন যুদ্ধে সরাসরি অংশ নেন। এছাড়া ২০১৫-১৬ সালে সিরিয়া অভিযানেও তিনি রুশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই দীর্ঘ যুদ্ধকালীন অভিজ্ঞতার কারণে তিনি রুশ সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

রাশিয়ার গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে কি না। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অভ্যন্তরে একাধিক রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে এ ধরনের গোপন হামলা চালানো হয়েছে। তবে কিয়েভ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার বা কোনো মন্তব্য করেনি।

ক্রেমলিন জানিয়েছে, জেনারেল সাভারোভের মৃত্যুর খবর পাওয়ার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্তারিত অবহিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মস্কোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট