1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপেক্ষার প্রহর শেষ, তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত নতুন বাংলাদেশ দল ব্যবস্থা নিলেও আমি নির্বাচন করব-রুমিন ফারহানা লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা, ব্যাপক উত্তেজনা ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক-অর্থ উপদেষ্টা ড্রোন উদ্ভাবনে আনসার সদস্য আবুল হোসেনের চমক, পৃষ্ঠপোষকতা দেবে বাহিনী ভারতীয় হাইকমিশনারকে তলব: কূটনৈতিক মিশনে হামলার তীব্র প্রতিবাদ আইনের শাসন কাকে বলে এবার তা দেখিয়ে দিতে চাই-সিইসি সুষ্ঠু নির্বাচন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে-আইজিপি নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান

ভারতীয় হাইকমিশনারকে তলব: কূটনৈতিক মিশনে হামলার তীব্র প্রতিবাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদর্শন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়। গত ১০ দিনের মধ্যে এটি তার দ্বিতীয়বার তলব পাওয়ার ঘটনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের সীমানার বাইরে উগ্রপন্থী গোষ্ঠীর বিক্ষোভ ও হুমকির ঘটনা ঘটে।

এছাড়া সোমবার (২২ ডিসেম্বর) শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন চরমপন্থী গোষ্ঠী ভাঙচুর চালায়। এসব ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কূটনৈতিক স্থাপনার ওপর এ ধরনের পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারেরও পরিপন্থী।

বাংলাদেশ সরকার অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও স্থাপনার নিরাপত্তা জোরদার করার জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত সরকার তার দায়িত্ব পালন করবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে বলে ঢাকা প্রত্যাশা করে।

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সীমান্ত হত্যা, রাজনৈতিক ইস্যু এবং কূটনৈতিক মিশনে হামলার মতো বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো।

এর আগে গত ১৪ ডিসেম্বরও তাকে তলব করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছিল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট