
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। তবে দলীয় মনোনয়ন না পেয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার বিকেলে মুঠোফোনে রুমিন ফারহানা তার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচনে অংশগ্রহণ করব।”
স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি জানান, দল যদি ব্যবস্থা নিতে চায় তবে তার কিছু করার নেই। তবে তিনি আরও উল্লেখ করেন যে, মনোনয়ন জমা দেওয়ার আগেই তিনি সসম্মানে দল থেকে পদত্যাগ করার পরিকল্পনা করছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবের নাম ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, শরিক দল হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের জোট প্রার্থীর ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।
রুমিন ফারহানা এই আসনে দীর্ঘ দিন ধরে গণসংযোগ করে আসছিলেন। তাঁর এই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করল। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের প্রার্থী এবং রুমিন ফারহানার মধ্যে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
Leave a Reply