1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয় ফরম ক্রয় ভারতে ‘বাংলাদেশি সন্দেহে’ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা কনকনে শীতে কাঁপছে মানুষ, কুয়াশার চাদরে থমকে যাচ্ছে জীবনের গতি মাকে দেখে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান আগামী দিনে মহানবীর দেখানো পথে দেশ পরিচালনা করব-তারেক রহমান অবশেষে যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন মায়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য সামগ্রীসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক আলবাব একাডেমির সেমিনার তারেক রহমানের আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে-প্রেস সচিব

শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক আলবাব একাডেমির সেমিনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:: খুলনায় প্যারেন্টিং এডুকেশন এন্ড ফ্যামিলি লার্নিং ( শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা) বিষয়ক আলবাব একাডেমির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন আলবাব একাডেমির চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবু সাঈদ।

সেমিনারে বিশেষ অতিথি থেকে প্যারেন্টিংয়ের উপর বক্তব্য রাখেন লেখক এবং টুয়েন্টি ওয়ান একাডেমির চেয়ারম্যান জিয়াউল হক, এডুকেশনের উপর আলোচনা করেন লন্ডন নিউ সিটি কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. নুরুল ইসলাম এবং ফ্যামিলি লার্নিংয়ের উপর আলোচনা করেন আলবাব একাডেমির পরিচালক, লন্ডনের জামিয়াতুল উম্মাহ’র সাবেক চেয়ারম্যান ও অধ্যক্ষ টিভি ওয়ান এবং কিউ.এন.এস একাডেমি লন্ডনের পরিচালক শায়েখ আব্দুর রহমান মাদানি।

এছাড়া বক্তব্য রাখেন আলবাব একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহিল গালিব, আলবাব একাডেমির শিক্ষা ব্যবস্থাপনার প্রধান ডা. মো. রোকনুজ্জামান, আলবাব একাডেমির অধ্যক্ষ ড. মুহাম্মাদ আব্দুল জলিল প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন আলবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলবাব একাডেমির পরিচালক ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন, ডা. মোহসীন আলী ফারাজী, ডা. আব্দুল হালিম সরদার, মো. আব্দুস সালাম, আরিফা ইয়াসমিন, ড. জাহিদুল হাসান রুহিন, ডা. আব্দুল ওয়াদুদ, ড. হারুন উর রশিদ, ডা. ইসমত আরা, ডা. কাজী শামীম পারভেজ, ডা. মো. কুতুব উদ্দিন মল্লিক, ডা. মো. মিশকাতুস সালেহিন, ডা. মো. মিজানুর রহমান, ডা. মো. শহীদুল ইসলাম মুকুল, ড. মো. তাহেরুল ইসলাম, ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম রানা, ডা. মসিউর রহমান, ডা. শেখ মোয়াজ্জাম হোসেন, ডা. শহীদুজ্জামান বাবলু, ইঞ্জিনিয়র মো. রুবেল মাহমুদ, কৃষিবিদ মো. মোতাহার হোসেন, মিসেস মো. আব্দুল্লাহ আল হারুন, মো. আল-আমিন, মো. গোলাম রহমান, মো. ইলিয়াস হোসেন, মো. মাহফুজুর রহমান, মো. মোতাহার হোসেন, মো. সাদেক আলী, মো. শাহাদাত হোসেন, মো. তারিকুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মো. আম্মার আব্দুল্লাহ, মাওলানা মো. বেলাল হোসেন, মাওলানা মো. ইসমাইল হোসেন, শেখ আহসান উল্লাহ রিংকু, শেখ তৌহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো সন্তান পেতে হলে ভালো মা-বাবা হতে হবে। সুসন্তান গড়ে তুলতে যতোই ব্যস্ততা থাকুক, সন্তানকে সময় দিন। আপনার কোন বদভ্যাস থাকলে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তা ত্যাগ করুন। সন্তানকে মানুষ করতে চাইলে তাকে হালাল উপার্জন থেকে ভক্ষণ করান। নতুবা সন্তানের জন্য যতো যাই করেন, সে মানুষ হবেনা। জীবনের সাথে ধর্ম অঙ্গাঙ্গীভাবে জড়িতে। নাস্তিকেরা জীবনে সফলতা পান, কিন্তু ধরে রাখতে পারেননা। জীবনে সময়ানুবর্তিতার অসীম গুরুত্ব রয়েছে। আর যে কোন পরিস্থিতিতে মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। তাহলেই কেবল সফলতা অর্জন সম্ভব।

এসময় সন্তানের প্রতি সচেতন অভিভাবকের দায়িত্ব ও কর্তব্যের নানা দিক তুলে ধরেন বক্তারা।

সেমিনারে শিক্ষাবিদ, চিকিৎসক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট