
নিজস্ব প্রতিবেদক:: সাড়ে ১৭ বছর পর স্বদেশে ফিরে দেশ গড়ার এক নতুন রূপরেখা তুলে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনায় তিনি ঘোষণা করেন, আগামী দিনে ক্ষমতায় গেলে তাঁর সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো ন্যায়পরায়ণতার পথে দেশ পরিচালনা করবে।
লাখো জনতার উপস্থিতিতে তারেক রহমান বলেন, “আল্লাহর রহমত ও দেশের মানুষের সমর্থন থাকলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা মহানবী (সা.)-এর দেখানো ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা করব।”
তিনি আরও যোগ করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পাহাড়-সমতলের সব মানুষ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন।
দীর্ঘ নির্বাসনের স্মৃতি চারণ করে তিনি বলেন, “রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আপনাদের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”
১৯৭১ সালের স্বাধীনতা, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস স্মরণ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা, গৃহবধূ ও মাদ্রাসা শিক্ষার্থী—সবাই মিলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। বিশেষ করে তরুণ সমাজকে ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, “ওসমান হাদিসহ যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) শিরোনামে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের কথা ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান।
Leave a Reply