
নিজস্ব প্রতিবেদক:: মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তবে রাষ্ট্রীয় বিধি ও সূর্যাস্তের বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত সময়ের আগেই তার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেছে দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর।
এছাড়াও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তারেক রহমান সাভারের পথে রওনা হন।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্মৃতিসৌধের প্রথা অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদনের প্রয়োজন ছিল। এ কারণেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পৌঁছানোর পূর্বেই তাঁর পক্ষ থেকে প্রতিনিধি দল এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের এক হাজারের বেশি সদস্য পুরো এলাকা কর্ডন করে রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধ এলাকা সাজিয়ে তোলা হয়েছে এবং আশপাশের সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে সাভারের প্রতিটি মোড়ে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে।
Leave a Reply