1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :

বাঁশখালিতে ইঞ্জিন বিকল বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের বাঁশখালিতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা হতে একটি যাত্রীবাহী বোট বেঙ্গল শিপিং লাইন লিমিটেড কোম্পানির ৫ জন ওয়াচম্যানকে নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে গমন করে। পথিমধ্যে বিকাল ৪টায় ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রনহীনভাবে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন কাটখালী নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় ভাসতে থাকে। এসময় বোটে থাকা একজন যাত্রী জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে, কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালি কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিন বিকল হওয়া লাইফ বোটসহ বেঙ্গল শিপিং লাইন লিঃ কোম্পানির ৫ জন ওয়াচম্যান ও ১ জন মাঝিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট