1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :

বাগেরহাট-১ আসনে মনোনয়ন প্রাপ্ত চারজনই চিতলমারীর সন্তান

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনের রাজনৈতিক মাঠ এখন সরগরম। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আর সাধারণ ভোটারদের আলোচনায় এই জনপদ এখন উৎসবমূখর। এ আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত চারজন প্রার্থীই চিতলমারী উপজেলার সন্তান। এখানে সিলভার লাইন গ্রুপের কর্ণধার এম এ এইচ সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছেন। ভোট এবং প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটাররা করছেন চুলচেরা বিশ্লেষণ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী  বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী হলেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার। অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের আড়য়াবর্নী চরপাড়া গ্রামের বাসিন্দা ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী  বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হলেন কপিল কৃষ্ণ মন্ডল। তিনি কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামের বাসিন্দা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী  বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হলেন মোল্লা মুজিবর রহমান শামিম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার সদস্য। মোল্লা মুজিবর রহমান শামিম সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের বাসিন্দা।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী  বাগেরহাট-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হলেন স. ম. গোলাম সরোয়ার। তিনি জাতীয় পার্টি চিতলমারী উপজেলা শাখার সভাপতি। স. ম. গোলাম সরোয়ার কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা।
এ ছাড়া বাগেরহাট-১ আসনে সিলভার লাইন গ্রুপের কর্ণধার এম এ এইচ সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
এবারের নির্বাচনে বাগেরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৩৯৮ জন। এরমধ্যে ১ লাখ ৭৯ হাজার ৩৯৮ জন পুরুষ, ১ লাখ ৭৩ হাজার ৪২৪ মহিলা ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট