1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসি সূত্র জানায়, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধনে তাঁদের স্থায়ী ঠিকানা হিসেবে গুলশান অ্যাভিনিউয়ের বাসা নম্বর এন ই-ডি ৩/বি (পোস্ট কোড ১২১২) ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, বর্তমান ঠিকানা হিসেবে ধানমণ্ডি ১৫ নম্বর আবাসিক এলাকার একটি বাসার তথ্য প্রদান করা হয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান গুলশান-২ এলাকার ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন। এবার তারেক রহমান ও জাইমা রহমানও একই এলাকার ভোটার হওয়ার মাধ্যমে গুলশানে তাঁদের অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেই তাঁদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। ভোটার তালিকা আইনের আওতায় এই কার্যক্রমে কোনো আইনগত জটিলতা নেই।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ৩ মাস লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট