1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুর মনোনয়নপত্র দাখিল এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা শেষ মুহূর্তে ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে চতুর্থ দিনের অবরোধ সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আজ বিপাকে পড়লেন তাসনিম জারা ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলি জাল নোটসহ একজন আটক মনোনয়নপত্র জামা দিলেন যশোর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাও.আজিজুর রহমান এক বছরে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড

সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আজ

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে রোববার বিকেল পর্যন্ত সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট দুই হাজার সাতশ আশিটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিপরীতে দাখিল করা মনোনয়নপত্রের সংখ্যা এখন পর্যন্ত প্রায় একশটির কাছাকাছি।

তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সেই সব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র সংগ্রহের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা অঞ্চল এবং সেখান থেকে ৫০১টি মনোনয়ন কেনা হয়েছে। এছাড়া কুমিল্লা থেকে ৪০৫টি ও ময়মনসিংহ থেকে ৩৩৯টি এবং খুলনা থেকে ৩০২টি ও রংপুর থেকে ২৮৩টি ফরম সংগ্রহ করা হয়েছে। রাজশাহী থেকে ২৬৯টি এবং চট্টগ্রাম থেকে ২৪০টি ও বরিশাল থেকে ১৬১টি এবং ফরিদপুর থেকে ১৪৫টি ও সিলেট অঞ্চল থেকে ১২৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিলের হিসেবে এখন পর্যন্ত ফরিদপুরে সর্বোচ্চ আটটি জমা পড়েছে। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে সাতটি করে এবং রংপুরে তিনটি ও ঢাকা ও চট্টগ্রামে দুটি করে আবেদন জমা দেওয়া হয়েছে। এছাড়া খুলনা ও সিলেটে একটি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তবে রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখনো কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।

নির্বাচন কমিশন জানিয়েছে সাধারণত শেষ দিনেই মনোনয়ন জমা দেওয়ার ভিড় সবচেয়ে বেশি থাকে এবং এবারও তার ব্যতিক্রম হবে না। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। এই সময়ে কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না এবং করলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট