
নিজস্ব প্রতিবেদক:: বৃহত্তর রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই জোটভিত্তিক সমঝোতার আওতায় রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৩০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
এনসিপির দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ইতোমধ্যে ৩০ জন সম্ভাব্য প্রার্থীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি ঢাকা-১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ সারজিস আলম পঞ্চগড়-১, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনের মাঠে থাকবেন।
ঢাকার অন্যান্য আসনের মধ্যে জাভেদ রাসিন ঢাকা-৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা-২০ এবং দিলশানা পারুল ঢাকা-১৯ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে লড়বেন। ঢাকার বাইরে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন রংপুরের আখতার হোসেন, কুড়িগ্রামের আতিক মুজাহিদ, সিরাজগঞ্জের সাইফ মুস্তাফিজ, নারায়ণগঞ্জের আব্দুল্লাহ আল আমিন এবং লক্ষ্মীপুরের মাহবুব আলম। এ ছাড়া বরিশাল থেকে আরিফ আদিব, নোয়াখালী থেকে সুলতান জাকারিয়া এবং চট্টগ্রাম থেকে জোবায়রুল আরিফের নামও চূড়ান্ত তালিকায় রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্বাচনী ঐক্য করা হয়েছে। জোটবদ্ধ এই লড়াইয়ের মাধ্যমে সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিদের নিশ্চিত করা সম্ভব হবে বলে দলটির নীতিনির্ধারকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply