
বাগেরহাট প্রতিনিধি::বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারন ছুটি ঘোষনা ও ৩ দিনের শোক পালনের রাষ্ট্রীয় আদেশ উপেক্ষা করে বিএনপি নেতার উপস্থিতিতে বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ১১৯ নং চাঁপাতলা পূর্বপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়েতে বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল আজাদ আরজু।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ গণি, মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন যুবনেতা শেখ মনির হোসেন, সেচ্ছাসেবক ধল নেতা সুমন খান, আনন্দ দে প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ রেজাউল কবীর। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ রেজাউল কবীর এ প্রতিনিধিকে বলেন, এ দিন বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিলো কিন্তু আমরা তা না করে দোয়া মাহফিল করেছি।
প্রধান অতিথি বলেন. বিদ্যালয়ে এ দিন পূর্ব নিধারিত বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিলো কিন্তু আমরা ¯কুলের পাশ^বর্তী মসজিদের ইমাম বেল্লাল হোসেনকে দিয়ে দোয়া মাহফিল করানো হয়েছে।
Leave a Reply