1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিল বিসিবি আর্থিক লোকসানের শঙ্কায় ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’ প্রস্তাব ভারতের, বিসিবির ‘না’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, কোথায় আছেন জানালেন ডিবি প্রধান জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা পেল নিসচা পাইকগাছা শাখা নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন পাইকগাছায় ডব্লিউএফপি’র দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প পরিদর্শন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের কঠোর অবস্থান

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারত সফরে যাবে কি না এই প্রশ্নের সূত্রপাত হয়েছে মূলত পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর প্রতিক্রিয়ায় বিসিবিও কঠোর অবস্থান নিয়েছে এবং আসন্ন বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজুর রহমানকে আগে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এমনকি কলকাতা নাইট রাইডার্স যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় মোস্তাফিজকে দলে নিতে চায়, তবুও বিসিবি তাকে আর অনাপত্তিপত্র দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বোর্ড থেকে মোস্তাফিজকে বিষয়টি অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড। প্রথমে নিউজিল্যান্ড সিরিজ বাদে পুরো আসরের জন্য তাঁকে ছাড়পত্র দেওয়ার আশ্বাস দিয়েছিল বিসিবি।

কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি আমূল বদলে যায়।

মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের অপারগতাকে কেন্দ্র করে আজ রোববার (৪ জানুয়ারি) জরুরি সভায় বসে বিসিবি। সভা শেষে জানা যায়, একজন ক্রিকেটারের নিরাপত্তাই যেখানে নিশ্চিত নয়, সেখানে পুরো দলের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে (সম্ভাব্য শ্রীলঙ্কা) আয়োজনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি।

বোর্ড স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ভারত সফর করবে না।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট