1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিল বিসিবি আর্থিক লোকসানের শঙ্কায় ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’ প্রস্তাব ভারতের, বিসিবির ‘না’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, কোথায় আছেন জানালেন ডিবি প্রধান জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা পেল নিসচা পাইকগাছা শাখা নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন পাইকগাছায় ডব্লিউএফপি’র দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প পরিদর্শন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের দাবি তুলেছে বোর্ড।

রোববার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছে বিসিবি।

বিসিবির শীর্ষ এক পরিচালক নিশ্চিত করেছেন যে, আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি স্পষ্ট করে বলেছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের সব ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় নির্ধারণ করেছিল আইসিসি। এবার বাংলাদেশও একই পথে হাঁটল।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। নির্ধারিত সূচিতে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। বিসিবির এই অনড় অবস্থানের কারণে এখন আইসিসিকে এই ম্যাচগুলোর ভেন্যু নিয়ে নতুন করে ভাবতে হবে।

ভেন্যু নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে বিসিবি। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটকিপার জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। সবচেয়ে বড় চমক ছিল ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর বাদ পড়া। এছাড়া বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা রিপন মন্ডল ও আলিস ইসলামকেও দলে রাখা হয়েছে।

বিসিবি জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে কোনো টেকনিক্যাল অনুমোদন ছাড়াই পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট