1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিল বিসিবি আর্থিক লোকসানের শঙ্কায় ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’ প্রস্তাব ভারতের, বিসিবির ‘না’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, কোথায় আছেন জানালেন ডিবি প্রধান জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা পেল নিসচা পাইকগাছা শাখা নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন পাইকগাছায় ডব্লিউএফপি’র দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প পরিদর্শন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের টাইগার স্কোয়াড: অধিনায়ক লিটন, নেই শান্ত ও জাকের

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: নতুন বছরে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের রণপরিকল্পনা সাজিয়ে ফেলেছে বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানকে।

তবে এই স্কোয়াড ঘোষণার পর থেকেই ক্রিকেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতি। বিপিএলে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর সাম্প্রতিক স্ট্রাইকরেট এবং দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে তাঁকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

১. লিটন-সাইফ নেতৃত্বে নতুন সূর্যোদয়

বিসিবি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার দিয়েছে। লিটনের অধিনায়কত্বে দলে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে সাইফ হাসানের অন্তর্ভুক্তি এটিই ইঙ্গিত দেয় যে, বোর্ড ভবিষ্যতের নেতৃত্বের জন্য তরুণদের তৈরি করতে চাইছে। টপ অর্ডারে লিটনের সঙ্গী হিসেবে দেখা যাবে বিপিএলে ঝড় তোলা তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে।

২. কেন নেই শান্ত ও জাকের?

নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়াটা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। নির্বাচক প্যানেল থেকে জানা গেছে, শান্তর ব্যাটিং পজিশন (টপ অর্ডার) এবং তাঁর খেলার ধরন বর্তমান টি-টোয়েন্টি কৌশলের সঙ্গে পুরোপুরি মানানসই হচ্ছিল না। বিশেষ করে পাওয়ার-প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং নিশ্চিত করতে লিটন ও তানজিদ তামিমের ওপরই ভরসা রাখা হয়েছে।

অন্যদিকে, মিডল অর্ডারে দারুণ সম্ভাবনা জাগানো জাকের আলী অনিকও জায়গা হারিয়েছেন। তাঁর পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে লিটনের বিকল্প বা সহযোগী হিসেবে অভিজ্ঞ নুরুল হাসান সোহানকে ফেরানো হয়েছে। ফিনিশার হিসেবে সোহানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

৩. পেস আক্রমণের ধার ও স্পিন জাদু

বাংলাদেশের পেস আক্রমণে কোনো আপস করেনি নির্বাচকরা। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর সঙ্গে গতির ঝড় তুলতে থাকছেন তানজিম হাসান সাকিব। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিন নিজের জায়গা ফিরে পেয়েছেন, যা দলের ব্যাটিং গভীরতা বাড়াবে।

স্পিন বিভাগে মূল শক্তি হিসেবে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁর সঙ্গে ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষকে কাবু করতে প্রস্তুত নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। উপমহাদেশীয় উইকেটে এই তিন স্পিনারই হতে পারেন টাইগারদের তুরুপের তাস।

৪. বিশ্বকাপের সূচি ও গ্রুপ ‘সি’-এর চ্যালেঞ্জ

এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘সি’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো সুযোগ পাওয়া ইতালি।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি (ভেন্যু: কলকাতা ও মুম্বাই):
* ৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
* ৯ ফেব্রুয়ারি: বনাম ইতালি (কলকাতা)
* ১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড (কলকাতা)
* ১৭ ফেব্রুয়ারি: বনাম নেপাল (মুম্বাই)

 

উদ্বোধনী দিনেই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিটনদের মিশন। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে বিধায় সেখানে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি টাইগারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে।

৫. এক নজরে বাংলাদেশ স্কোয়াড-

১. লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
২. সাইফ হাসান (সহ-অধিনায়ক)
৩. তানজিদ হাসান তামিম (টপ অর্ডার ব্যাটার)
৪. পারভেজ হোসেন ইমন (টপ অর্ডার ব্যাটার)
৫. তাওহীদ হৃদয় (মিডল অর্ডার ব্যাটার)
৬. শামীম হোসেন পাটোয়ারি (ফিনিশার)
৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)
৮. শেখ মেহেদী হাসান (অলরাউন্ডার)
৯. রিশাদ হোসেন (লেগ স্পিনার)
১০. নাসুম আহমেদ (বাঁহাতি স্পিনার)
১১. মোস্তাফিজুর রহমান (পেসার)
১২. তাসকিন আহমেদ (পেসার)
১৩. শরিফুল ইসলাম (পেসার)
১৪. তানজিম হাসান সাকিব (পেসার)
১৫. মোহাম্মদ সাইফউদ্দিন (অলরাউন্ডার)

৬. লক্ষ্য এবার সেমিফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। তবে ভারত ও শ্রীলঙ্কার চেনা কন্ডিশনে খেলা হওয়ায় এবারের দল নিয়ে অনেক বেশি আশাবাদী ভক্তরা। নাজমুল হোসেন শান্তর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দেওয়ার ঝুঁকি নির্বাচকরা নিয়েছেন কেবল ইমপ্যাক্ট ক্রিকেট খেলার জন্য। এখন দেখার বিষয়, লিটন দাসের নেতৃত্বে এই তারুণ্যনির্ভর স্কোয়াড বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা কতদূর নিয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট