1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ চাঁদা না পেয়ে নবনির্মিত সড়ক ভাঙচুর শার্শার জিরেনগাছায়, আতঙ্কে তিন গ্রাম মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বেনাপোলে দোয়া অনুষ্ঠিত নিজেদের অবস্থানে অনড় বিসিবি, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসি প্রতিনিধির আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১৮ জানুয়ারী রবিবার সকাল ১০টায় ১৪ জন সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ সুমন হাওলাদার। সহ-সভাপতি মাষ্টার হাবিবুর রহমান এবং রিংকু দর্জি।সভায় আরো উপস্থিত ছিলেন নেটওয়ার্ক এর কার্যকরী সদস্য মোঃ নুর আলম শেখ সহ অন্যান্য সদস্য বৃন্দ। আলোচ্য বিষয় ছিল -সমবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচী, সাংবাদিকদের প্রশিক্ষণ, নেটওয়ার্ক এর বাৎসরিক সভা ইত্যাদি।

সভায় ফিশনেট প্রকল্পের মার্চ ’২৫ থেকে ডিসেম্বর ’২৫ পর্যন্ত কাজের অগ্রগতি তুলে ধরা হয়। যে সকল কর্মসূচী বাস্তবায়নে মৎস্যজীবী নেটওয়ার্ক সরাসরি সহায়তা করছে সেগুলো হলো – সমবায় সমিতি গঠনের জন্য সদস্য বাছাই, জেলে কার্ডের জন্য সহায়তা করা, ক্যাম্পেইন কর্মসূচী বাস্তবায়ন ইত্যদি।

মোংলা উপজেলায় এ পর্যন্ত ২টি সমবায় সমিতি গঠন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সমবায় কার্যালয়ে জমা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে অগ্রিাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন করার জন্য একটি তালিকা প্রনয়ন করা হয়, যাহা হলো- ১.শেলা নদী/ খাল, বুড়ীরডাঙ্গা ইউনিয়ন, ২.জয়মনি চরের খাল, চিলা ইউনিয়ন,৩. ঠাকুরানী খাল, পৌরসভার মধ্যে। ভাঙ্গনরোধের জন্য জয়মনি থেকে কানাই নগর পর্যন্ত পাইলিং । সাংবাদিকদের প্রশিক্ষণ এর ব্যাপারে সিদ্ধান্ত হয় যে, প্রেসক্লাবের সভাপতি/ সম্পাদকের সাথে আলোচনা করে ২০ জনের তালিকা নিতে হবে।

ফেব্রুয়ারী’২৬ মাসে নেটওয়ার্কের বাৎসরিক সভা ফিশনেট প্রকল্পের ৬টি উপজেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হবে।

সভাটি কলাপাড়ায় উপজেলায় অনুষ্ঠিত হবে। এ সভায় মোংলা উপজেলা নেটওয়ার্কের প্রতিনিধি অংশগ্রহণ করবে। সেহেতেু মোংলা উপজেলার নেটওয়ার্কের মাধ্যমে বাস্তবায়িত কারযক্রম উক্ত সভায় উপস্থাপন করা হবে, তাই এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেওয়ার সিদ্ধান্ত হয়। সভা পরিচালানা করেন জনাব মোঃ মিজানুর রহমান এ্যডভোকেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, খুলনা এবং মোঃ মোখলেছুর রহমান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, মোংলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট