
ডেস্ক:: রাজধানীর কড়াইল বস্তিবাসীদের মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণ ও ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবাসন নিয়ে মহাপরিকল্পনা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “আপনারা অনেক কষ্ট করে এখানে বসবাস করছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় গেলে কড়াইল এলাকায় উঁচু উঁচু ভবন নির্মাণ করে দেব। এখানকার দীর্ঘদিনের বাসিন্দাদের নাম তালিকাভুক্ত করে তাঁদের নামে ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হবে, যাতে ঢাকা শহরে তাঁদের নিজস্ব একটি মাথা গোঁজার ঠাঁই হয়।”
শিক্ষা, স্বাস্থ্য ও ফ্যামিলি কার্ড শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “বিএনপির লক্ষ্য স্বাস্থ্যসেবা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। কড়াইল এলাকার ভেতরেই মানসম্মত ক্লিনিক ও হাসপাতাল থাকবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে সচ্ছল করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।” তিনি আরও জানান, বিএনপি সব সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সাধ্যমতো চেষ্টা করে।
ব্যক্তিগত আবেগ ও সান্নিধ্য নিজে বর্তমানে গুলশানের বাসিন্দা উল্লেখ করে তারেক রহমান কড়াইলবাসীকে তাঁর প্রতিবেশী হিসেবে সম্বোধন করেন। তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। স্বৈরাচারী সরকার আমার সেনানিবাসের বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছিল। এখন আমি আপনাদের খুব কাছে থাকি। আমৃত্যু আপনাদের বিপদে-আপদে পাশে থাকতে চাই।”
উপস্থিত নেতৃবৃন্দ দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী।
Leave a Reply