
ক্রীড়া প্রতিবেদক:: ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে ঘিরে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে চরম অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির এই পদক্ষেপের বিরুদ্ধে কীভাবে প্রতিক্রিয়া জানানো যায় বা কোন পথে প্রতিবাদ করা হবে, তা নিয়েই এখন ভেতরে ভেতরে আলোচনা চালাচ্ছে পিসিবি। বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
অন্যদিকে, পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, পুরো টুর্নামেন্ট নয়, শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচটি বয়কট করার বিকল্পও বিবেচনায় রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। গ্রুপ পর্বের সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে সালমান আগার দল।
পিসিবির অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, প্রতিবাদের বিভিন্ন পথ তারা খতিয়ে দেখছে এবং সব বিকল্পই খোলা রাখা হয়েছে, এর মধ্যে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তও রয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, শুধু ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে চাপের মুখে ফেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে পিসিবি। সেক্ষেত্রে গ্রুপে দুই পয়েন্ট হারানোর ঝুঁকিকেও বড় বাধা মনে করছে না তারা।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ফেডারেল সরকারের অবস্থান জানার পরই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে পাকিস্তান, যেখানে পুরো টুর্নামেন্ট বয়কট, নাকি শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।
Leave a Reply