1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ বিশ্ববাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড ভারতীয় কূটনীতিকদের স্বজনদের ঢাকা ত্যাগ, নিরাপত্তা শঙ্কা নেই বলছে সরকার ড. ইউনূসের ভাষ্যে ‘ইন্টারনেট ও পতনের’ নেপথ্যের কথা বেগম জিয়ার প্রতি অন্যায়ের বিচার হবে ভোট বিপ্লবের মাধ্যমে-রকিবুল ইসলাম বকুল সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির পাইকগাছার সাবেক ছাত্রনেতা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চট্টগ্রামে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী জব্দ

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলাবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা বুধবার খুলনা রেলিগেটস্থ এ্যাডামস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাডামস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি বলেন, বিভিন্ন অভিযোজন কৌশল গ্রহণের মাধ্যমে কাজ করতে পারলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতি লাঘব সম্ভব হবে। উপকূলীয় অঞ্চল রক্ষায় বিভিন্ন দেশি-বিদেশি গবেষকদের সুপারিশ ও পরামর্শের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার, জনগণ ও উন্নয়ন অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করলে দুর্যোগ মোকাবিলায় সক্ষম, সহনশীল ও টেকসই দেশ গঠন সম্ভব। উপকূল রক্ষায় বিদ্যমান বাঁধগুলোকে চলাচলের উপযোগী ও পর্যটনবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি উদ্যোগ কেন সফল হচ্ছে না, তা চিহিৃত করে সমন্বিতভাবে কাজ করা জরুরি। একই সাথে উপকূলীয় স্থানান্তরিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে গিয়ে যেন নগরের স্বভাবিক জীবন ব্যবস্থার ক্ষতি না হয়, সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন কুয়েট ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো: নূরুন্নবী মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়য়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: ইয়াসিন আলী, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো: মুজিবর রহমান, এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো: রেজাউল ইসলাম, কেডিএ এর প্ল্যানিং অফিসার মো: তানভির আহমেদ ও অ্যাইক্যাডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। কর্মশালায় সভাপতিত্ব করেন এ্যাডামসের উপনির্বাহী পরিচালক আশিক মাহমুদ। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের ইন্সটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) এর সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও আইক্যাডের প্রতিনিধি মো: নূর ইলাহী।

উল্লেখ্য, প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ের জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দশ্যে হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষয়-ক্ষতি, অর্থনৈতিক ও অঅর্থনৈতিক ক্ষয়-ক্ষতির ধারণা, কপ-৩০ (ঈঙচ-৩০) পরবর্তী পর্যালোচনা এবং সিদ্ধান্ত সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও ধারণাকে উন্নত করা, মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ ম্যাপ (গঅচ) সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান, জাতীয় পর্যায়ে ক্ষয়-ক্ষতি নিরসনে কৌশল প্রণয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা ও তাদের মতামত প্রদানে উৎসাহিত করা। জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতির বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন বিষয়ে কর্মশালায় বিশদভাবে আলোচনা করা হয়।

ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, উয়ুথ ক্লাইমেট এ্যাক্টভিস্ট, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ারকর্মীরা কর্মশালায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট