
বাগেরহাট প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাগেরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী ব্যরিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেছেন, ‘সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।’বৈটপুর ইউনিয়ান বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৮ জানুয়ারী) বিকালে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় ইউনিয়ান বিএনপির সভাপতি মোঃ আক্তারুজ্জামান রিক্তোর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাহিদুল ইসরাম রানার সঞ্চলনায় অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, সদস্য সরদার ওয়াহিদুজ্জামান পল্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, মহিরা দলের সভানেত্রী শাহিদা আক্তার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান
রাসেলসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply