1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডি মারিয়ার বয়ানে মেসি বনাম রোনালদো বিতর্ক: পরিশ্রম নাকি ঐশ্বরিক প্রতিভা গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর-তারেক রহমান ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ বনাম চীনের ‘নির্ভরযোগ্য অংশীদারিত্ব’: কেন মিত্র হারাচ্ছে ওয়াশিংটন যেদিন দায়িত্ব ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা যৌথ বাহিনীর অভিযানে বাগেরহাটে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড মোতায়েন পাইকগাছায় দিনব্যাপী দাঁড়িপাল্লা প্রার্থীর মতবিনিময় ও গণসংযোগ বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে অভিযান, আনসার–ভিডিপির সক্রিয় ভূমিকা

যেদিন দায়িত্ব ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের চার থেকে পাঁচ দিনের মধ্যেই নতুন সরকারের শপথ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রোজা শুরু হওয়ার আগেই ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এই হস্তান্তর প্রক্রিয়া সফল করতে কাজ শুরু করেছে। দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে ইতোমধ্যে সংসদ সদস্যদের শপথ ও নতুন মন্ত্রিসভার শপথ নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শপথের সম্ভাব্য তারিখ ও প্রস্তুতি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট দ্রুততম সময়ে প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। ১৩ বা ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ হলে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। এক্ষেত্রে ১৭ ফেব্রুয়ারিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে এবং আমন্ত্রিত অতিথিদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে।

সংসদ ভবন ও আবাসন প্রস্তুতি সংসদ সচিবালয় জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের যে ক্ষতি হয়েছিল, তা পুরোপুরি সংস্কার করা হয়েছে। বর্তমানে সংসদ ভবন অধিবেশন পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এ ছাড়া এমপি হোস্টেল, ন্যাম ভবন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও সংস্কার করা হয়েছে।

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর বাসভবন নির্বাচনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চারটি বিকল্প ভবন পরিদর্শন করেছে। এর মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সংসদ এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন ব্যবহারের সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। দায়িত্ব হস্তান্তরের পর রীতি অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূস কিছুদিন যমুনাতেই অবস্থান করতে পারেন, যার জন্য বিকল্প আবাসন ব্যবস্থাও রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট