1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে-প্রাণিসম্পদ উপদেষ্টা বিএনপি নেতা এরশাদের সঙ্গে গুলিবিদ্ধ বাবলার মৃত্যু সতের বছর পর চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা রুবাবাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে ডিলিট করলেন ইরফান বিসিবি থেকে পদত্যাগ করলেন সালাহউদ্দিন যুদ্ধবিরতিতেও ত্রাণ প্রবেশে বাধায় ক্ষুধার্ত গাজা নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে-সেনাসদর উড্ডয়নের সময় ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্ত গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা বুধবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) এর শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভাপতির বক্তৃতায় মেয়র বলেন, সুন্দর শহরের স্বপ্ন আমরা সবাই দেখি। মানুষ ভালো পরিবেশে বাস করতে চায়। এজন্য কাজ চলমান আছে। প্রকৃতি আমাদের বহু দুর্যোগ থেকে বাঁচায়। সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে। তিনি আরও বলেন, খুলনার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যারাই কাজ করবে তাদের সহায়তা করা হবে। এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বাস্তবায়িত হলে এর সুফল সাধারণ মানুষ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়র-কাউন্সিলর সবাইকে একত্রে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, শহরকে জলবায়ু সহিষ্ণু, পরিবেশবান্ধব, বাসপোযোগী করা এবং দায়িত¦শীল নাগরিক তৈরির কোন বিকল্প নেই। এ জন্যই দাতাসংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে পরিচালিত এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প শুরু হয়েছে। যা কেসিসি’র সাথে অংশীদারিত্বেরভিত্তিতে খুলনা শহরে আগামী চার বছর ধরে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে কেসিসি’র সকল সিস্টেম ডিজিটালকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন করতে ইকোস্কুল বা সবুজ শিক্ষা প্রতিষ্ঠানের মডেল পাইলটিং, নগর স্বাস্থ্যকেন্দ্রের পদ্ধতিগত সংস্কার, গ্রিনহাউজ গ্যাস বা কার্বন নি:সরন কমানো, সবুজায়ন-ছাদকৃষি সম্প্রসারণ, নারী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজকে সম্পৃক্ত করে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনাসহ বিবিধ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, প্যানেল মেয়র-২ এস এম খুরশিদ আহম্মেদ, প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নগর পরিকল্পনরা বিভাগের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, কেসিসি’র কাউন্সিলর, ইউএসএআইডি-ব্রাকসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে পরিবেশ দিবস এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ (এআরসি) প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার ও এআরসি প্রকল্পের টিম লিডার ফারজানা আফরোজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট