দাকোপ প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশ ব্যাপী ৫ম পর্যায়ে (২য় ধাপের) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ও দাকোপ উপজেলা ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় গনভবন থেকে একযোগে দেশের অন্যান্য জেলার বিভিন্ন উপজেলারমত দাকোপ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দাকোপ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ ও ইউপি চেয়ারম্যান সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা অফিসার প্রজিত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমজাদ হোসেন সরদার, উপজেলা আইসিটি অফিসার সমীর কুমার বিশ্বাস, অধ্যক্ষ অসীম কুমার থানদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ উপজেলা প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ, সহকারি কমিশনার ( ভুমি) অফিসের প্রধান সহকারি মোঃ মোসাদ্দেক আলী, নাজির কিরণ বালা, সার্ভেয়ার মোঃ আকতারুজ্জামান, ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
Leave a Reply