দাকোপ প্রতিনিধি:: দাকোপে বীজ মার্কেটের সমস্যা ও সমাধান বিষয়ক কোয়াটারলী মেন্টরশীপ ও প্লানিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নবযাত্রা-২ প্রকল্পের আয়োজনে ইউএসএআইডি আর্থিক সহযোগীতায় রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। নবযাত্রা-২ প্রকল্পের ইকোনমিক ও মার্কেট সিস্টেম স্পেসালিস্ট মোছা: লেবনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা আলোচনা করেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, কৃষক জীবনান্দ দাস, মারুফ শেখ, কবির হাওলাদার, ডিলার তুষার মিস্ত্রী, মলয় রায়, অখিল হালদার, দেবদুলাল সরকারসহ উপজেলার ২৫ জন কৃষি বীজ ডেলার ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
Leave a Reply