1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালমান শাহ হত্যা মামলা: সামিরা ও ডনের খোঁজ নেই খেজুর উৎপাদনে নতুন ইতিহাস ফিলিস্তিনের, বিশ্ববাজারে বাড়ছে চাহিদা থাইল্যান্ড-কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি চুক্তির সাক্ষী হলেন ট্রাম্প পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার আওয়ামী লীগ বারবার পালিয়ে যায়-তৃপ্তি চিতলমারীতে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থীর গণ সমাবেশ কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম-মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাটে সাংবাদিককে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে আরিফ ঢালী নামের স্থানীয় এক সংবাদ কর্মীকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। আহত আরিফ ঢালি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ আগস্ট) রাতে চুলকাঠি বাজারে এই ঘটনা ঘটে।
আহত আরিফ ঢালী বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের আশ্বাব ঢালীর ছেলে। সে দৈনিক সময়ের খবর পত্রিকার সিএন্ডবি বাজার প্রতিনিধি ও চুলকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
আহত সাংবাদিক আরিফের বাবা আশ্বাব ঢালী বলেন, গেল কয়েকদিন ধরে সিএন্ডবি বাজার এলাকার বাসিন্দা বিএনপি নেতা পরিচয় দেওয়া সাইফুজ্জামান বাবু ও তার লোকজন চুলকাঠি বাজারের সুগন্ধি এলাকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের উপর নানা অত্যাচার করছে। শনিবার সন্ধ্যায় সাইফুজ্জামান বাবুর ছেলে মাসুদ আমার ভাইয়ের ছেলে তন্ময়কে বেধরক মারধর করে। বিষয়টি জানতে আমার ছেলে আরিফসহ কয়েকজন বাজারে যাই। সাইফুজ্জামান বাবু ও তার লোকজনের সাথে কথা হয়। কথা বলে ফিরে আসার সময় সাইফুজ্জামান বাবুর খালাতো ভাই রাজন, বাবুর ছেলে মাসুদসহ কয়েকজন আমাদের উপর হামলা করে। হামলাকারীরা আমাদেরকে মারধর করে এবং আরিফকে ছুরি মেরে দেয়। হামলাকারীরা আরিফের মোটরসাইকেলও ভেঙ্গে ফেলেছে। পরে আমরা আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।
তিনি আরও বলেন, আমার ছেলের অবস্থা ভাল না, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে। সাইফুজ্জামান বাবু, তার ছেলে ও ভাই-ই আমার ছেলেকে মেরেছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে সাইফুজ্জামান বাবু‘র কাছে জানতে তাইলে তিনি বলেন, আরিফ ও তার বাবাসহ কয়েকজন বাজারে এসেছিল। তখন হয়ত ব্যবসায়ীরা হামলা করেছে তাদের উপর।
বিএনপি‘র কোন পদে আছেন জানতে চাইলে সাইফুজ্জামান বাবু বলেন, আপনি আমার দলীয় লোক, আপনাকে পদ বলব কেন। আর আরিফ ও তার বাবার উপর আমরা হামলা করিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট