1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই জলদস্যু আটক

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইস ভোলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার মেঘনা নদীর বঙ্গেরচর এলাকায় দস্যুবাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে। ২ সেপ্টেম্বর সোমবার সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীর বঙ্গেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসন (২৬)। এসময় উদ্ধার করা হয় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫টি রাউন্ড তাজা গোলা, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ এক লাখ পনের হাজার পঁচাত্তর টাকা।

কেস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোলার বঙ্গেরচর এলাকায় বাহাদুর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন থেকে মেঘনায় জেলেদের জিম্মি করে জলদস্যুতা চালিয়ে আসছিল। জেলেরা এমন অভিযোগ দিলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের আভিযানিক দল ডাকাতদের আস্তানায় অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুই দস্যুকে আটক করা হয়।

আটক জলদস্যুরা ভোলা সদর উপজেলার ধনিয়া ৭নং ওয়ার্ড এবং চরমনিষা ৬নং ওয়ার্ড রাজাপুরের বাসিন্দা গোলাম মোস্তফা ও আবুল কালামের ছেলে। পরবর্তীতে আটক দুই জলদস্যু এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট