বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমী আয়োজনে” প্রতিটি শিশু অধিকার,রক্ষা আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বাগেরহাটে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে রবিবার (২৯ সেপ্টেম্বর )সকালে এ,সি,লাহা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) অরবিন্দ বিশ্বাস। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমাতুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া বিষয়ক কর্মকর্তা হোসাইন আহমেদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি ,সাংবাদিক সৈয়দ শওকত হোসেন। আলোচনা সভার পূর্বে সাত দিনব্যাপী শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস। আলোচনা সভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply