1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পারমাণবিক অস্ত্র না বানানোর চুক্তিতে থাকছে না ইরান ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন-ইসরায়েল ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু বিতর্কিত তিন নির্বাচনের আয়োজকদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের বেনাপোল সীমান্তে ৬ বোতল বিদেশী মদসহ একজন ভারতীয় আটক ও বিভিন্ন পন্য জব্দ মুন্সিগঞ্জে কোস্টগার্ড সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ১ জবির ‘নোঙর’ বাসে সাম্প্রতিক আলোচিত ঘটনার সমাধান ঈদের ছুটিতে মোংলা বন্দরে ২ লাখ ৭০ হাজার টন পণ্য আমদানি রপ্তানি মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশের অভিযান

টেকসই উন্নয়নের জন্য ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: পরিচ্ছন্ন জ্বালানি শক্তির সমাধান, টেকসই উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্পের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন বৃদ্ধি করতে মোংলায় ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়েছে।  সোমবার  ১৪ অক্টোবর সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সংগঠন, পরিবেশবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই ফোরাম গঠিত হয়। ১৭ সদস্য বিশিষ্ট ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম মোংলার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ সেলিম, সহ-সভাপতি এম এ সবুর রানা এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ নূর আলম শেখ। ক্লিন, বিডব্লিউজিইডি এবং মোংলা নাগরিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সেলিম, ড. অসিত বসু, সাংবাদিক নেতা পরিবেশকর্মী এম এ সবুর রানা, উন্নয়নকর্মী সোহেল রানা, প্রবীর মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মোল্লা আল মামুন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, নারীনেত্রী ফাতেমা জান্নাত, মাসুদা আক্তার, ইয়ুথ লিডার রাকেশ সানা, শাহীন খলিফা, ডলার, সাব্বির হাসান দীপ্ত প্রমূখ। সভায় বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত ৯৩৬ একর অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্প গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা এই অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্পে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিমালা সংস্কারের পক্ষে কাজ করবে। এটি সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং স্থানীয় জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে মোংলা রামপাল নবায়নযোগ্য শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে। সভায় বক্তারা আরো বলেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে একটি পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যতের দিকে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে।

ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রবীর মন্ডল, যুগ্ম সম্পাদক গীতিকার মোল্লা আল মামুন, মোস্তাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক ইদ্রিস ইমন, কোষাধ্যক্ষ নাজমুল হক। এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন সুভাষ চন্দ্র বিশ্বাস, উন্নয়নকর্মী সোহেল রানা, হারুন গাজী, সুশান্ত মন্ডল, অধ্যাপক অসিত সরকার, জেমস শরৎ কর্মকার, আব্দুর রশিদ হাওলাদার, বিদ্যুৎ মন্ডল, গীতা হালদার, হেমায়েত উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট